ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে দুর্নীতিমুক্ত রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার—এই দুই শর্ত মানতে হবে বলে স্পষ্ট করেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকারব্যবস্থায় পরিবর্তন চায় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে; বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষের ওপর দমনপীড়ন চলবে না এবং সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হলেও দেশটির আশ্রয়ে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, পোস্টাল ভোটে নিবন্ধনের পাশাপাশি নির্বাচনকালে দেশে এসে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করতে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠাই একমাত্র পথ।
দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে ডা. শফিকুর রহমান যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এবং কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারেও যোগ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালেহীন, সাংবাদিক মো. আবদুল মুনিম জাহেদী ক্যারলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।
এদিকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং শহীদ শরিফ ওসমান হাদির লাশ গ্রহণ ও জানাজা অনুষ্ঠানের করণীয় নির্ধারণে জামায়াতে ইসলামী জরুরি বৈঠক করেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ সব জেলা-মহানগরীতে দোয়া আয়োজন এবং আগামীকাল সকাল ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় দোয়া মাহফিলের ঘোষণা দেওয়া হয়।
দেশের চলমান সংকটময় মুহূর্তে সংযম, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশ সামনে এগোবে এবং শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা পাবে।

























