ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সব ধরনের প্রলোভন উপেক্ষা করে সৎ ও নির্ভীক অবস্থান নিয়ে ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। তিনি নিজের স্বার্থের কথা না ভেবে দেশের মানুষের কল্যাণকেই সর্বাগ্রে গুরুত্ব দিতেন। এ কারণেই তাঁর শেষ বিদায়ের দিনে মানুষের আহাজারি ও দোয়ার দৃশ্য ছিল অতুলনীয়।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আইন উপদেষ্টা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। তাঁর বিশ্বাস, হাদি এই নশ্বর পৃথিবীর চেয়ে অনেক উত্তম জায়গায় অবস্থান করছেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, দেশে হামলাকারীদের তুলনায় সৃষ্টিশীল মানুষের সংখ্যাই বেশি। পাশাপাশি আত্মত্যাগে প্রস্তুত তরুণদের সংখ্যাও এই দেশে কম নয়।
সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আক্তার হোসেন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৫:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সব ধরনের প্রলোভন উপেক্ষা করে সৎ ও নির্ভীক অবস্থান নিয়ে ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত ছিলেন। তিনি নিজের স্বার্থের কথা না ভেবে দেশের মানুষের কল্যাণকেই সর্বাগ্রে গুরুত্ব দিতেন। এ কারণেই তাঁর শেষ বিদায়ের দিনে মানুষের আহাজারি ও দোয়ার দৃশ্য ছিল অতুলনীয়।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় আইন উপদেষ্টা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন। তাঁর বিশ্বাস, হাদি এই নশ্বর পৃথিবীর চেয়ে অনেক উত্তম জায়গায় অবস্থান করছেন।
ড. আসিফ নজরুল আরও বলেন, দেশে হামলাকারীদের তুলনায় সৃষ্টিশীল মানুষের সংখ্যাই বেশি। পাশাপাশি আত্মত্যাগে প্রস্তুত তরুণদের সংখ্যাও এই দেশে কম নয়।
সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আক্তার হোসেন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।