ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির পক্ষ থেকে কোনো অনুদান নয়, চাই অসমাপ্ত বিপ্লবের সমাপ্তি: ওমর হাদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর হাদি বলেছেন, শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা অনুদান গ্রহণ করা হবে না। বরং তাঁদের একমাত্র দাবি—ওসমান হাদির শুরু করা অসমাপ্ত বিপ্লবকে দেশের মানুষ সম্মিলিতভাবে সম্পন্ন করবে।

রোববার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ওমর হাদি জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার আদৌ নিশ্চিত হবে কি না—সে বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করুন—ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।”

তিনি আরও বলেন, যে বিপ্লবী আন্দোলন ওসমান হাদি শুরু করেছিলেন এবং যার কারণে তিনি শহীদ হয়েছেন, সেই আন্দোলনকে দেশের মানুষকেই সমাপ্ত করতে হবে।

অনুষ্ঠানে তিনি আবেগঘন কণ্ঠে জানান, ওসমান হাদির মৃত্যুর পর তাঁর পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যসহ ঘনিষ্ঠ সহযোদ্ধারা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

ওসমান হাদির পক্ষ থেকে কোনো অনুদান নয়, চাই অসমাপ্ত বিপ্লবের সমাপ্তি: ওমর হাদি

আপডেট সময় ০৬:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর হাদি বলেছেন, শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা অনুদান গ্রহণ করা হবে না। বরং তাঁদের একমাত্র দাবি—ওসমান হাদির শুরু করা অসমাপ্ত বিপ্লবকে দেশের মানুষ সম্মিলিতভাবে সম্পন্ন করবে।

রোববার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ওমর হাদি জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার আদৌ নিশ্চিত হবে কি না—সে বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করুন—ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।”

তিনি আরও বলেন, যে বিপ্লবী আন্দোলন ওসমান হাদি শুরু করেছিলেন এবং যার কারণে তিনি শহীদ হয়েছেন, সেই আন্দোলনকে দেশের মানুষকেই সমাপ্ত করতে হবে।

অনুষ্ঠানে তিনি আবেগঘন কণ্ঠে জানান, ওসমান হাদির মৃত্যুর পর তাঁর পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যসহ ঘনিষ্ঠ সহযোদ্ধারা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।