প্রবাসী পেশাজীবীদের জন্য বড় সুখবর দিয়েছে দুবাই। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারের একাধিক উদ্যোগের ফলে বিপুলসংখ্যক নতুন পদ সৃষ্টি হয়েছে। এসব শূন্যপদ পূরণে দক্ষ বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী দুবাই কর্তৃপক্ষ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি নতুন সরকারি সংস্থা গঠনের ফলে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারে শূন্যপদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭ হাজার ৮৪২টি। এ প্রেক্ষাপটে আইনপ্রণেতারা দক্ষ ও পেশাদার জনশক্তি আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আমিরাতের কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ব্যাপক সম্প্রসারণ ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
দুবাই সরকারের সরকারি চাকরির অফিসিয়াল পোর্টাল dubaicareers.ae-তে বর্তমানে বিভিন্ন সরকারি বিভাগের শূন্যপদ তালিকাভুক্ত রয়েছে, যা বিশ্বের সব দেশের প্রার্থীদের জন্য উন্মুক্ত।
উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে—
-
দুবাই ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন: হাউজিং সুপারভাইজার
-
রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA): স্পেশালিস্ট (ডিজিটাল সার্ভিসেস ডেভেলপমেন্ট), ইঞ্জিনিয়ার (বাস ডিপো), সিনিয়র ইঞ্জিনিয়ার (বাস ডিপো)
-
চিফ স্পেশালিস্ট (এইচআর বিজনেস অ্যাফেয়ার্স)
-
এক্সপার্ট (ইনোভেশন ও পাইওনিয়ারিং)
এছাড়াও দুবাই সরকারের মিডিয়া অফিসে এভি এডিটর, মাদা মিডিয়ায় সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার, পাশাপাশি ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান এবং সিস্টেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্ট পদেও আবেদন গ্রহণ করা হচ্ছে।





















