ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ১০ রুটে ২০টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত সুবিধায় আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত থাকা ট্রেনগুলো হলো—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)।

রেলওয়ে জানায়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী-সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাহিদা অনুযায়ী যেসব রুটে বিশেষ ট্রেন চলবে, সেগুলো হলো—
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার,
জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর,
টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল,
ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার,
জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর),
পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়,
খুলনা–ঢাকা–খুলনা,
চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর,
রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং
যশোর–ঢাকা–যশোর।

এছাড়া নিয়মিত ট্রেনগুলোতেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ১০ রুটে ২০টি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

আপডেট সময় ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত সুবিধায় আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

এ কারণে স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত থাকা ট্রেনগুলো হলো—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)।

রেলওয়ে জানায়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী-সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাহিদা অনুযায়ী যেসব রুটে বিশেষ ট্রেন চলবে, সেগুলো হলো—
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার,
জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর,
টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল,
ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার,
জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর),
পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়,
খুলনা–ঢাকা–খুলনা,
চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর,
রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং
যশোর–ঢাকা–যশোর।

এছাড়া নিয়মিত ট্রেনগুলোতেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে বলে ধারণা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।