ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেল কলেজে রোগীর ওপর চিকিৎসকের বেধড়ক ঘুষি হামলা, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অবস্থিত ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে (আইজিএমসি) এক রোগীর ওপর চিকিৎসকের নৃশংস হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীকে নির্মমভাবে মারধর করছেন এক চিকিৎসক।
ভুক্তভোগী রোগী অর্জুন পানওয়ার জানান, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার জন্য হাসপাতালে আসার পর হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তিনি একটি ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন। এ সময় তিনি অক্সিজেনের জন্য অনুরোধ করলে সংশ্লিষ্ট চিকিৎসক তার ভর্তির কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং রূঢ় আচরণ শুরু করেন।
অর্জুন অভিযোগ করেন, তিনি সম্মানজনকভাবে কথা বলার অনুরোধ জানালে চিকিৎসক আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে সম্বোধন নিয়ে তর্কের জেরে চিকিৎসক মেজাজ হারিয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। ভিডিওতে দেখা যায়, অসুস্থ অবস্থায় অর্জুন আত্মরক্ষার চেষ্টা করলেও চিকিৎসক একের পর এক ঘুষি ও আঘাত করতে থাকেন।
ঘটনার ভিডিও ভাইরাল হলে হাসপাতাল চত্বরে ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় হাসপাতাল প্রশাসন।
আইজিএমসির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রাহুল রাও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় চিকিৎসক-রোগী সম্পর্ক ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

মেডিকেল কলেজে রোগীর ওপর চিকিৎসকের বেধড়ক ঘুষি হামলা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অবস্থিত ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে (আইজিএমসি) এক রোগীর ওপর চিকিৎসকের নৃশংস হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক রোগীকে নির্মমভাবে মারধর করছেন এক চিকিৎসক।
ভুক্তভোগী রোগী অর্জুন পানওয়ার জানান, চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার জন্য হাসপাতালে আসার পর হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তিনি একটি ওয়ার্ডের বিছানায় শুয়ে পড়েন। এ সময় তিনি অক্সিজেনের জন্য অনুরোধ করলে সংশ্লিষ্ট চিকিৎসক তার ভর্তির কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলেন এবং রূঢ় আচরণ শুরু করেন।
অর্জুন অভিযোগ করেন, তিনি সম্মানজনকভাবে কথা বলার অনুরোধ জানালে চিকিৎসক আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে সম্বোধন নিয়ে তর্কের জেরে চিকিৎসক মেজাজ হারিয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। ভিডিওতে দেখা যায়, অসুস্থ অবস্থায় অর্জুন আত্মরক্ষার চেষ্টা করলেও চিকিৎসক একের পর এক ঘুষি ও আঘাত করতে থাকেন।
ঘটনার ভিডিও ভাইরাল হলে হাসপাতাল চত্বরে ক্ষুব্ধ জনতা জড়ো হয়ে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় হাসপাতাল প্রশাসন।
আইজিএমসির মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রাহুল রাও জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনায় চিকিৎসক-রোগী সম্পর্ক ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।