ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ বছর পর দেশে ফিরে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন— ‘আই হ্যাভ এ ড্রিম’। আর আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই— ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান—যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে ঘর থেকে বের হতে পারবে। একটি মানবিক, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে লক্ষ-কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

আওয়ামী লীগের শাসনামলের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে।

এ সময় সদ্য শহীদ হওয়া জুলাই আন্দোলনের অন্যতম নায়ক ওসমান হাদীর কথা স্মরণ করে তিনি বলেন, সাহসী তরুণ প্রজন্মের প্রতিনিধি ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। তিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের ঋণ জাতিকে শোধ করতে হবে। আধিপত্যবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

বহিষ্কারের দুদিন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন হাসান মামুন, আজ বহিষ্কার করল বিএনপি

১৭ বছর পর দেশে ফিরে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা তারেক রহমানের

আপডেট সময় ০৪:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন— ‘আই হ্যাভ এ ড্রিম’। আর আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই— ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান—যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে ঘর থেকে বের হতে পারবে। একটি মানবিক, গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহলে লক্ষ-কোটি মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

আওয়ামী লীগের শাসনামলের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে।

এ সময় সদ্য শহীদ হওয়া জুলাই আন্দোলনের অন্যতম নায়ক ওসমান হাদীর কথা স্মরণ করে তিনি বলেন, সাহসী তরুণ প্রজন্মের প্রতিনিধি ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। তিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের ঋণ জাতিকে শোধ করতে হবে। আধিপত্যবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।