ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক, ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, তারেক রহমান দেশের ছাত্রসমাজ ও ডাকসু প্রতিনিধিদের উদ্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধিদল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতান্ত্রিক সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ডাকসু ভিপি আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ অবস্থায় ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশপন্থি রাজনীতি চর্চা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়টি উল্লেখ করে সাদিক কায়েম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বোমা মেরে ৩ লক্ষ টাকা ডাকাতি,ফোন লুট

তারেক রহমানের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক, ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ

আপডেট সময় ০৭:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, তারেক রহমান দেশের ছাত্রসমাজ ও ডাকসু প্রতিনিধিদের উদ্দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধিদল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।

সাদিক কায়েম জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, রাজনীতিতে মতভিন্নতা গণতান্ত্রিক সৌন্দর্য হলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ডাকসু ভিপি আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ অবস্থায় ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশপন্থি রাজনীতি চর্চা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া বিগত ১৬ বছর তরুণ প্রজন্মের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়টি উল্লেখ করে সাদিক কায়েম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।