ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লাইন বিল পাবলায় হিন্দু ধর্মাবলম্বী সদস্য সমাবেশ: ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

লাইন বিল পাবলায় হিন্দু ধর্মাবলম্বী সদস্যদের সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আগামী দিনে আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন মেনে নেওয়া হবে না। “১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আর হতে দেওয়া হবে না। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও সেই পরিবর্তন সফল করা হবে ইনশাআল্লাহ,”—বলেন তিনি।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় লাইন বিল পাবলা পূজা মন্দিরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্র-জনতা অতীতেও নিজেদের অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়াই করেছে, আগামীতেও ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ পুরোনো হোক বা নতুন—যতদিন তার অস্তিত্ব থাকবে, ততদিন এই লড়াই চলবে বলে তিনি উল্লেখ করেন।
স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দু কমিটির সদস্য কুমারেশ কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং শ্রীদাম কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। এছাড়াও বক্তব্য দেন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুল ইসলাম, হরিণটানা থানা আমীর মাওলানা আব্দুল গফুর, লিটন হোসেন ও দিবাশীষ মল্লিক প্রমুখ।
এর আগে বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড খামারবাড়ীতে আরেকটি হিন্দু ধর্মাবলম্বী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ইউপি সদস্য রিপন সরকারের সভাপতিত্বে এবং আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশেও প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি বলেন, ইসলামই একমাত্র ধর্ম যা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেছে। জনগণ যদি জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল সামাজিক, মৌলিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে। অতীতেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেন।
২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং জনগণের দেওয়া আমানত রক্ষায় কাজ করেছেন। ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলে স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির, শ্মশান ও রাস্তাঘাটসহ পাঁচশ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এটি এ অঞ্চলের মানুষের জন্য বড় সংকট। ভবিষ্যতে আবারও সেবা করার সুযোগ পেলে স্থায়ী সমাধানসহ অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে কাজ করা হবে

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বোমা মেরে ৩ লক্ষ টাকা ডাকাতি,ফোন লুট

লাইন বিল পাবলায় হিন্দু ধর্মাবলম্বী সদস্য সমাবেশ: ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

আপডেট সময় ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

লাইন বিল পাবলায় হিন্দু ধর্মাবলম্বী সদস্যদের সমাবেশে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আগামী দিনে আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন মেনে নেওয়া হবে না। “১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আর হতে দেওয়া হবে না। মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও সেই পরিবর্তন সফল করা হবে ইনশাআল্লাহ,”—বলেন তিনি।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় লাইন বিল পাবলা পূজা মন্দিরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ছাত্র-জনতা অতীতেও নিজেদের অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়াই করেছে, আগামীতেও ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে। ফ্যাসিবাদ পুরোনো হোক বা নতুন—যতদিন তার অস্তিত্ব থাকবে, ততদিন এই লড়াই চলবে বলে তিনি উল্লেখ করেন।
স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দু কমিটির সদস্য কুমারেশ কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং শ্রীদাম কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। এছাড়াও বক্তব্য দেন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুল ইসলাম, হরিণটানা থানা আমীর মাওলানা আব্দুল গফুর, লিটন হোসেন ও দিবাশীষ মল্লিক প্রমুখ।
এর আগে বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড খামারবাড়ীতে আরেকটি হিন্দু ধর্মাবলম্বী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড ইউপি সদস্য রিপন সরকারের সভাপতিত্বে এবং আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশেও প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি বলেন, ইসলামই একমাত্র ধর্ম যা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করেছে। জনগণ যদি জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল সামাজিক, মৌলিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে। অতীতেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেন।
২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং জনগণের দেওয়া আমানত রক্ষায় কাজ করেছেন। ডুমুরিয়া-ফুলতলা অঞ্চলে স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির, শ্মশান ও রাস্তাঘাটসহ পাঁচশ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এটি এ অঞ্চলের মানুষের জন্য বড় সংকট। ভবিষ্যতে আবারও সেবা করার সুযোগ পেলে স্থায়ী সমাধানসহ অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে কাজ করা হবে