চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারত অংশের ম্যাচগুলো অন্য দেশে স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বিসিবি।
রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানায় বিসিবি। ইমেইলে বোর্ড জানায়, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। এ কারণে গ্রুপ পর্বে ভারতের ভেন্যুতে নির্ধারিত ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রোববার দুপুরে বিসিবির বোর্ড পরিচালকরা এক জরুরি বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ দল। বিসিবির শীর্ষ পর্যায়ের এক পরিচালক এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যু সামনে আসায় পুরো বিষয়টি নতুন করে বিবেচনায় নিচ্ছে আইসিসি।
বিস্তারিত আসছে…




















