সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ ওসমান হাদি হলের ডাইনিংয়ে রান্না বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। খাবার না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
অবস্থানরত শিক্ষার্থীরা জানান, নিজস্ব ক্যাম্পাস না থাকায় একটি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল। বর্তমানে ওই হলে ১১০ জন আবাসিক শিক্ষার্থী বসবাস করছেন। নিয়ম অনুযায়ী প্রতি মিলে শিক্ষার্থীদের ৮০ টাকা পরিশোধ করে খাবার গ্রহণ করতে হয়।
কিন্তু বুধবার রাত থেকে বেতন বকেয়া থাকায় হলের বাবুর্চি রান্না বন্ধ করে চলে যান। ফলে রাত থেকেই খাবার সংকটে পড়েন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালেও ডাইনিং চালু না হওয়ায় তারা খাবার থেকে বঞ্চিত হন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও সমস্যার সমাধান না করে উল্টো শিক্ষার্থীদের কাছ থেকেই অতিরিক্ত টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।




















