জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে তাদেরকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত চার শিক্ষক হলেন—
অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম এবং অধ্যাপক মশিউর রহমান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় এসব শিক্ষক প্রকাশ্যে ও নীতিগতভাবে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আচরণবিধি ও শিক্ষার্থীবান্ধব নীতির পরিপন্থী বলে বিবেচিত হয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও শিক্ষক মহলে ক্ষোভ বিরাজ করছিল।




















