মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভেনেজুয়েলায় বাণিজ্যের সুযোগ রাখতে যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকার মধ্যে ভারসাম্য রাখা যেতে পারে, তবে ওয়াশিংটন লাতিন আমেরিকার এই দেশটিতে বেইজিংকে বড় ধরনের নিয়ন্ত্রণ নিতে দেবে না।
ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট আরো বলেন, ভেনেজুয়েলায় শেভরন শিগগিরই তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করবে বলে তিনি আশা করছেন, পাশাপাশি কনোকোফিলিপস এবং এক্সন মোবিলও সেখানে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।
এফবিএনের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয়, ভেনেজুয়েলায় চীনের কিছু দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা আপনি দেখতে পাবেন। যতক্ষণ পর্যন্ত… সেখানে যুক্তরাষ্ট্রই প্রভাবশালী শক্তি থাকে, আইনের শাসন বজায় থাকে এবং তেলের প্রবাহ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে—ততক্ষণ সব ঠিক থাকবে।
’
তিনি বলেন, ‘চীনের সঙ্গে কি কোনো ভারসাম্য রাখা সম্ভব? আমি মনে করি, সম্ভব।’
তিনি আরো যোগ করেন, ‘এই কাঠামোর মধ্যে—যেখানে ভেনেজুয়েলার প্রধান অংশীদার… যুক্তরাষ্ট্র—চীনের সঙ্গে কি বাণিজ্য হতে পারে? নিশ্চয়ই। কিন্তু আমরা কি ভেনেজুয়েলাকে চীনের অধীনস্থ রাষ্ট্রে পরিণত হতে দেব? একেবারেই না।’
রাইট জানান, তিনি শনিবার থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল কম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে কথা বলছেন এবং অনেক প্রতিষ্ঠানই শুক্রবার হোয়াইট হাউসে হওয়া শিল্পখাতের বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় হতাশ হয়েছে—যদিও তিনি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।




















