জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে সদ্য নির্বাচিত প্রতিনিধিরা আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত শহীদ হাদী ও কবি কাজী নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে উপস্থিত হন জকসুর নবনির্বাচিত নেতারা। প্রথমে শহীদ হাদীর কবর জিয়ারত ও দোয়া শেষে কবি নজরুল ইসলামের কবর প্রাঙ্গণে গিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মোনাজাতে সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ জকসু নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমও সেখানে উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসু নির্বাচনে বিজয়ের পর শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা জানানো তাঁদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাষ্ট্র শহীদ হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক ও লজ্জাজনক।
তিনি আরও বলেন, শহীদ হাদীর আদর্শ ও জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা তাঁদের চলার পথে প্রেরণা যোগায়। জুলুম, স্বৈরতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।




















