ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন (৪৫) শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন।
স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বলেছিলেন, বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না।
পরিবার ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিজ গ্রামের দোয়া ও খাবারের আয়োজন করা হয়। সেই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেওয়ায় নিজাম উদ্দিন অপমানিত হন। এরপর থেকে তিনি কলা, রুটি, চিঁড়া সহ শুকনো খাবার গ্রহণ করে আসছিলেন।
তার ছেলে শাহ আলম জানান, “বাবাকে ভাত খাওয়ানোর জন্য বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। তাই শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।”
পরিবারের বর্ণনা অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারলেন না।
নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে পরিচিত হলেও রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে স্থানীয়ভাবে বিশেষভাবে পরিচিতি লাভ করেন।




















