কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু প্রস্তুতি, বিশেষ ডিভাইসসহ ছয়জন আটক
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তির ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পরীক্ষাকেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, যা পরীক্ষার প্রশ্ন বা উত্তর সংগ্রহ ও সরবরাহে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ আরও জানায়, পরীক্ষায় নকল ও অনিয়ম রোধে নজরদারি জোরদার করা হয়েছে।




















