ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানকে নরক দেখানোর হুমকি দিলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযান চলার মধ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটিকে নরক দেখতে হবে। সাম্প্রতিক সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ‍্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হবে।

দ্য টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে ইসলামি প্রজাতন্ত্রবিরোধী বিক্ষোভ জোরালো আকার নিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। এর জবাবে ইরান সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

পূর্বে ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে যদি হত্যাকাণ্ড চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। সর্বশেষ মন্তব্যে তিনি আবারও একই সুরে কথা বলে জানিয়েছে, ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তার কঠিন মূল্য দিতে হবে তেহরানকে।

 

ইরান সরকার অবশ্য বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। সরকার বলেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০

ইরানকে নরক দেখানোর হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৩:৫২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযান চলার মধ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটিকে নরক দেখতে হবে। সাম্প্রতিক সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ‍্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হবে।

দ্য টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে ইসলামি প্রজাতন্ত্রবিরোধী বিক্ষোভ জোরালো আকার নিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। এর জবাবে ইরান সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

পূর্বে ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে যদি হত্যাকাণ্ড চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। সর্বশেষ মন্তব্যে তিনি আবারও একই সুরে কথা বলে জানিয়েছে, ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তার কঠিন মূল্য দিতে হবে তেহরানকে।

 

ইরান সরকার অবশ্য বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। সরকার বলেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না।