ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাগামছাড়া মুদ্রাস্ফীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ এখন স্পষ্টভাবে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই অস্থিরতায় অন্তত ৪০ জনের বেশি নিহত হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে।
এই পরিস্থিতিতে, চলমান আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেখানে কোটি কোটি মানুষ সড়কে নেমেছে।
তবে সংবাদমাধ্যম সিএনএন উল্লেখ করেছে, এই দাবির কোনো প্রমাণ নেই। শুক্রবার (৯ জানুয়ারি) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ আজারবাইজানের ‘কানাল ১৩’ থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে লেখা ছিল— “কোটি মানুষ মিছিল করেছে: ইরানের ২য় বৃহত্তম শহর বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে, নিরাপত্তা বাহিনী চলে গেছে।”
সিএনএন ভিডিওটি যাচাই করতে পারেনি। ভিডিওতে যাকে মাশহাদ শহর হিসেবে দেখানো হয়েছে, সেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে, কিন্তু শহরের নিয়ন্ত্রণ হারানোর প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘কানাল ১৩’ একটি আজারবাইজানের মিডিয়া প্রতিষ্ঠান।




















