৩১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৯ জানুয়ারি) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন।
পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি মনিরা শারমিনকে কমিটির সেক্রেটারি করা হয়েছে।
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন ২৯ জন। তারা হলেন- ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. সাব্বির রহমান ও সাদিয়া ফারজানা দিনা।
এছাড়াও কমিটির অন্যরা হলেন- ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।



















