ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয়লাভ করবো: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নেতাকর্মীরা প্রতারণা না করলে নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

মির্জা আব্বাস বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্র প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। অথচ জীবনের শেষ সময়ে তিনি জেলের ভেতরেও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। জানাজায় লাখো মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। সবাইকে সতর্ক ও সংযত থাকতে হবে।

 

বিএনপির এ নেতা বলেন, দলীয় নেতাকর্মীরা যদি প্রতারণা না করেন, তাহলে আমিও জয় লাভ করবো। তিনি বলেন, সারাদেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জনজোয়ার তৈরি হয়েছে, তাতে বিএনপিই জয়লাভ করবে।

জনপ্রিয় সংবাদ

দেশপ্রেমিক হওয়ার কারণে কি আমার স্বামীকে হত্যা করা হলো?: র‌্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রীর প্রশ্ন

নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয়লাভ করবো: মির্জা আব্বাস

আপডেট সময় ০৮:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নেতাকর্মীরা প্রতারণা না করলে নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

মির্জা আব্বাস বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্র প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো উসকানিতে পা না দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন। পৃথিবীর ইতিহাসে বিরল ও সবচেয়ে বড় জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার। অথচ জীবনের শেষ সময়ে তিনি জেলের ভেতরেও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনা যা কিছু ছিনিয়ে নিতে চেয়েছেন, তার কিছুই নিতে পারেননি। জানাজায় লাখো মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না। আনার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ দেশের মানুষই তা প্রতিহত করবে।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। সবাইকে সতর্ক ও সংযত থাকতে হবে।

 

বিএনপির এ নেতা বলেন, দলীয় নেতাকর্মীরা যদি প্রতারণা না করেন, তাহলে আমিও জয় লাভ করবো। তিনি বলেন, সারাদেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। দেশের মানুষ এ মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে গ্রহণ করছে না। যে জনজোয়ার তৈরি হয়েছে, তাতে বিএনপিই জয়লাভ করবে।