বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড চালু করব। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারীদেরকে রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। এটি সর্বজনীন (ইউনিভার্সাল) করা হবে।’
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, মার্টিন লুথার কিং যেমন স্বপ্নের কথা বলেছিলেন, তেমনি বিএনপিরও একটি স্বপ্ন বা পরিকল্পনা আছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারী, তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করেছিলেন, এখন বিএনপি তাদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চায়।
তারেক রহমান বলেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের দৈনন্দিন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। তিনি বলেন, রাজনীতি শুধু সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সংবিধান ও আইন সংস্কারের পাশাপাশি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে আমাদের আরও বেশি ভাবতে হবে।
অনুষ্ঠানে তারেক রহমান ভবিষ্যতে বিএনপির দেশ পরিচালনার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নারী উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কল্যাণ, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কার নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী ২২ তারিখ থেকে আমরা আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।




















