ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের মানুষ: জহির উদ্দিন স্বপন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, জীবিত, মুক্ত, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাইতে ক্ষমতাহীন, বন্দী এবং মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের একজন মানুষ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গৌরনদী সরকারি পাইলট স্কুল মাঠে বেগম খালেদা জিয়া’র স্মরণে নাগরিক শোকসভায় সভাপতির বক্তৃতা করেন জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, যারা বেগম খালেদা জিয়াকে হিংসা করেছিলো আজ এ দৃশ্য তাদের দেখতে হচ্ছে প্রকৃতি তাদের জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছে। এভাবেই হিংসা বিদ্বেষকারীদেরকে সর্ব শক্তিমান শিক্ষা দিয়ে থাকেন আর তাকে তিনি সম্মান দেন এভাবেই দিয়ে থাকেন। খালেদা জিয়ার কর্মী হিসেবে তার জীবনের চলার পথের এ প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আমাদের চর্চা করতে হবে। তার কাছে আমরা শিখেছি কখন আপোষহীন হতে হয়, কখন মৃত্যুর ঝুঁকি নিতে হয়, কখন হাসতে হাসতে কারাগারে যেতে হয়, কখন স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের চোখের দিকে তাকিয়ে পাল্টা চ্যালেঞ্জ করতে হয়। আবার তার কাছেই আমরা শিখেছি কখন পরাজিত শত্রুকে ক্ষমা করতে হয়।

 

জহির উদ্দিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে আর ফিরে আসবে না। তার উত্তরাধিকার দেশ নায়ক তারেক রহমান। যারা বেগম খালেদা জিয়ার কাছে সামান্য ঋণ ছিলেন তারা নির্বাচনে তার বাইরে কেউ যদি যাই তাহলে তা হবে বিশ্বাসঘাতকতা হবে।

 

নাগরিক শোক-সভা ও দোয়া-মোনাজাতে স্থানীয়, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা বক্তৃতা করেন। নাগরিক শোক সভার শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী এক মাস তার নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সাধারণ মানুষের জন্য এ শোক বই উন্মুক্ত থাকবে। স্ব স্ব প্রতিনিধিদের মাধ্যমে শোক বই সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীনের ওপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নৌঘাঁটি

জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের মানুষ: জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ১০:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, জীবিত, মুক্ত, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাইতে ক্ষমতাহীন, বন্দী এবং মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের একজন মানুষ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গৌরনদী সরকারি পাইলট স্কুল মাঠে বেগম খালেদা জিয়া’র স্মরণে নাগরিক শোকসভায় সভাপতির বক্তৃতা করেন জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, যারা বেগম খালেদা জিয়াকে হিংসা করেছিলো আজ এ দৃশ্য তাদের দেখতে হচ্ছে প্রকৃতি তাদের জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছে। এভাবেই হিংসা বিদ্বেষকারীদেরকে সর্ব শক্তিমান শিক্ষা দিয়ে থাকেন আর তাকে তিনি সম্মান দেন এভাবেই দিয়ে থাকেন। খালেদা জিয়ার কর্মী হিসেবে তার জীবনের চলার পথের এ প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আমাদের চর্চা করতে হবে। তার কাছে আমরা শিখেছি কখন আপোষহীন হতে হয়, কখন মৃত্যুর ঝুঁকি নিতে হয়, কখন হাসতে হাসতে কারাগারে যেতে হয়, কখন স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের চোখের দিকে তাকিয়ে পাল্টা চ্যালেঞ্জ করতে হয়। আবার তার কাছেই আমরা শিখেছি কখন পরাজিত শত্রুকে ক্ষমা করতে হয়।

 

জহির উদ্দিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে আর ফিরে আসবে না। তার উত্তরাধিকার দেশ নায়ক তারেক রহমান। যারা বেগম খালেদা জিয়ার কাছে সামান্য ঋণ ছিলেন তারা নির্বাচনে তার বাইরে কেউ যদি যাই তাহলে তা হবে বিশ্বাসঘাতকতা হবে।

 

নাগরিক শোক-সভা ও দোয়া-মোনাজাতে স্থানীয়, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা বক্তৃতা করেন। নাগরিক শোক সভার শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী এক মাস তার নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সাধারণ মানুষের জন্য এ শোক বই উন্মুক্ত থাকবে। স্ব স্ব প্রতিনিধিদের মাধ্যমে শোক বই সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।