ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মবের ভয়ে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা: জাপা মহাসচিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

এবার মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ক্ষুদ্র কারণেও মনোনয়ন অবৈধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

শামীম হায়দার বলেন, ‘মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। মবের ভয়ে তারা ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে।’ অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন আমাদের পার্টি অফিস দখলের ঘটনা ঘটেছে। এর আগে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর হয়নি।’

এদিন সকালে রির্টানিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানির দ্বিতীয় দিন চলছে। এদিন ৭০টি আপিলের ওপর শুনানি চলছে। এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) শুরু হয়ে শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

খালিদ প্রসঙ্গে মামদানিকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান ভারতের

মবের ভয়ে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা: জাপা মহাসচিব

আপডেট সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

এবার মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা ক্ষুদ্র কারণেও মনোনয়ন অবৈধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

শামীম হায়দার বলেন, ‘মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। মবের ভয়ে তারা ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে।’ অভিযোগ করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন আমাদের পার্টি অফিস দখলের ঘটনা ঘটেছে। এর আগে এমন দৃষ্টান্ত বাংলাদেশে আর হয়নি।’

এদিন সকালে রির্টানিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানির দ্বিতীয় দিন চলছে। এদিন ৭০টি আপিলের ওপর শুনানি চলছে। এবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) শুরু হয়ে শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।