জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। আল্লাহ পাক যে অবশিষ্ট সময় আমাকে জীবন হিসেবে উপহার দিয়েছেন, সেই জীবন আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই।
তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার বিকেল সাড়ে চারটায় আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মানবমঙ্গল গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম, মো. আবু হান্নান রাজা এবং এলাকাবাসীর পক্ষে মো. সাইফুল ইসলাম।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আমার নামে তিন দফা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, জেলের ভেতরে জেল তার নামই হচ্ছে সেল। সেখানে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো কাটিয়েছি। জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শাসক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আল্লাহ পাক যে অবশিষ্ট সময় আমাকে জীবন হিসেবে উপহার দিয়েছেন, সেই জীবন আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন-সংগ্রাম এবং জনসেবায় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।




















