মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে গুবিবিদ্ধ শিশু আফনান (৭) এখনো বেঁচে রয়েছে। বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা চলছে। তবে অধিকাংশ গণমাধ্যম শিশুটি বেঁচে নেই বলে ভূল সংবাদ প্রচার করছে।
চমেক হাসপাতাল সূত্র জানায় আজ রোববার বিকেলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন রাত সাড়ে ৮টার সময় ‘বার্তা বাজার’কে জানান, শিশুটির মাথায় গুলি লেগেছে। রুগীর সংকটাপন্ন অবস্থার কারনে সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে। তবে রোগী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছে।
আফনানের পরিবার জানায়, শনিবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। রোববার সকালে একটি গুলি এসে বসত ঘরের ভেতরে অবস্থানরত আফনানের মাথায় এসে লাগে।
ঘটনার পর শিশুটির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, শিশুটি মারা গেছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গোষ্টির সদস্যরা আরাকান আর্মির তিব্র হামলার মূখে টিকতে না পেরে পিছু হটে পালিয়ে আসার সময় উত্তেজিত জনতা তাদের প্রতিরোধ করে আইনশৃংখলা বাহিনীর কাতে তুলে দেয়। পরিস্থিতি এখনো থমথমে।




















