ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদুরো স্টাইলে পুতিনকে ‘অপহরণের’ হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপহরণের’ হুমকি দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। গত শুক্রবার (৯ জানুয়ারি) এক দিনের সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর দ্য টেলিগ্রাফের।

 

রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের একটি বহুতল আবাসিক ভবনে পরিদর্শনের সময় তিনি কিয়েভ ইন্ডিপেনডেন্টকে বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত, তবে তিনি ‘পুতিনকে হেফাজতে নিতেন এবং যুদ্ধাপরাধের জন্য তার বিচার নিশ্চিত করতেন’।

 

 

তিনি আরও বলেন, ‘পুতিনকে থামাতে হবে। এই যুদ্ধ থামাতে হবে। আর আমাদের মিশন হলো আজ ইউক্রেনকে তাদের লড়াইয়ে সমর্থন দেয়া এবং শান্তি নিশ্চিত করার জন্য কাজ করা।’

 

 

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই পুতিনকেও একই কায়দায় তুলে নেয়ার বিষয়টি ইউরোপীয়দের মুখে মুখে ঘুরছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে পুতিনের জন্য ‘একই ধরনের পরিকল্পনা’ গ্রহণ করতে বলেছিলেন। এবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী সরাসরি পুতিনকে ‘অপহরণের’ ইচ্ছে জাহির করলেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য পুতিনের বিরুদ্ধে মাদুরোর মতো পদক্ষেপ নেয়ার সম্ভাবনা নাকচ করেছেন। বলেছেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের কর্মকাণ্ডে তিনি ‘হতাশ’ হলেও তেমন কোনো পদক্ষেপের ‘প্রয়োজন নেই’।

 

 

২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পুতিনের বিরুদ্ধে ‘শত শত’ ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ১৪৯ স্থানে একযোগে হামলা রাশিয়ার

মাদুরো স্টাইলে পুতিনকে ‘অপহরণের’ হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ১১:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপহরণের’ হুমকি দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। গত শুক্রবার (৯ জানুয়ারি) এক দিনের সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর দ্য টেলিগ্রাফের।

 

রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের একটি বহুতল আবাসিক ভবনে পরিদর্শনের সময় তিনি কিয়েভ ইন্ডিপেনডেন্টকে বলেন, যদি কোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত, তবে তিনি ‘পুতিনকে হেফাজতে নিতেন এবং যুদ্ধাপরাধের জন্য তার বিচার নিশ্চিত করতেন’।

 

 

তিনি আরও বলেন, ‘পুতিনকে থামাতে হবে। এই যুদ্ধ থামাতে হবে। আর আমাদের মিশন হলো আজ ইউক্রেনকে তাদের লড়াইয়ে সমর্থন দেয়া এবং শান্তি নিশ্চিত করার জন্য কাজ করা।’

 

 

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই পুতিনকেও একই কায়দায় তুলে নেয়ার বিষয়টি ইউরোপীয়দের মুখে মুখে ঘুরছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে পুতিনের জন্য ‘একই ধরনের পরিকল্পনা’ গ্রহণ করতে বলেছিলেন। এবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী সরাসরি পুতিনকে ‘অপহরণের’ ইচ্ছে জাহির করলেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য পুতিনের বিরুদ্ধে মাদুরোর মতো পদক্ষেপ নেয়ার সম্ভাবনা নাকচ করেছেন। বলেছেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের কর্মকাণ্ডে তিনি ‘হতাশ’ হলেও তেমন কোনো পদক্ষেপের ‘প্রয়োজন নেই’।

 

 

২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পুতিনের বিরুদ্ধে ‘শত শত’ ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ রয়েছে।