রুশ বাহিনী ইউক্রেনের একটি প্রতিরক্ষা শিল্প স্থাপনা, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সেনা সদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, অ্যাটাক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিট ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনা, সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্রসহ মোট ১৪৯টি এলাকায় হামলা চালিয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, মস্কোর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৭০টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ১ লাখ ৮ হাজার ৪০৬টি ড্রোন, ৬৪৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৭ হাজার ৫৭টি ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান, ১ হাজার ৬৩৮টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩২ হাজার ৪৯৮টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৫১ হাজার ৪৫৬টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: তাস।



















