ইরানে চলমান বিক্ষোভকে সংঘর্ষ ও রক্তক্ষয়ী করে তোলা হয়েছে যাতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে সামরিক অভিযান চালানোর একটা সুযোগ পান বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে বর্তমান পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনটাই দাবি করেছেন। খবর আলজাজিরা।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান যুদ্ধের জন্য যেমন প্রস্তুত তেমনি আলোচনাতেও আগ্রহী। এমনকি দেশটির কাছে বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজ আছে বলেও দাবি করেন তিনি। বলেন, খুব শীঘ্রই কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, দেশজুড়ে বিক্ষোভে বাইরে থেকে উসকানি দেয়া হয়েছে।
এদিকে, দুই সপ্তাহ পার হলেও এখনও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রোববারও তেহরান, মাশহাদ, কেরমানশাহ ও মাজানদারানসহ গুরুত্বপূর্ণ শহর এবং প্রদেশগুলোতে ছড়িয়েছে উত্তেজনা। অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়। ১৫ দিনে আটক করা হয়েছে সাড়ে ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে। সময়ের সাথে সাথে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা প্রায় ৬ শত জনের মৃত্যুর কথা জানালেও একাধিক সূত্রের দাবি, প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার।




















