ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীর হোয়াটস অ্যাপ থেকে ৩৫ হাজার টাকা দাবি, থানায় অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের প্রার্থী মো. শাহজাহানের ব্যবহৃত মোবাইল নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা দাবির অভিযোগ উঠেছে। মো. শাহজাহান জানিয়েছেন, হ্যাকড হওয়া নম্বরটির হোয়াটস অ্যাপ ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবি করছে।

 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মো. শাহজাহানের নম্বরের হোয়াটস অ্যাপ থেকে এক ব্যক্তির কাছে ব্যক্তিগত নম্বরে বিকাশে ৩৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। এর আগেও একাধিক ব্যক্তির কাছে একইভাবে টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন মো. শাহজাহানের ব্যক্তিগত সহকারীকে জানালে তিনি বিষয়টি অবগত হন। পরে এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৭টায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মো. শাহজাহান।

 

মো. শাহজাহান বলেন, এ ঘটনায় কেউ যেন বিভ্রান্ত না হন। প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের টাকা লেনদেন না করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। এ ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দিয়েছি।

 

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থীর হোয়াটস অ্যাপ নাম্বার হ্যাকড করে টাকা দাবির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

বিএনপি প্রার্থীর হোয়াটস অ্যাপ থেকে ৩৫ হাজার টাকা দাবি, থানায় অভিযোগ

আপডেট সময় ১১:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনের প্রার্থী মো. শাহজাহানের ব্যবহৃত মোবাইল নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা দাবির অভিযোগ উঠেছে। মো. শাহজাহান জানিয়েছেন, হ্যাকড হওয়া নম্বরটির হোয়াটস অ্যাপ ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা দাবি করছে।

 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মো. শাহজাহানের নম্বরের হোয়াটস অ্যাপ থেকে এক ব্যক্তির কাছে ব্যক্তিগত নম্বরে বিকাশে ৩৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। এর আগেও একাধিক ব্যক্তির কাছে একইভাবে টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি সংশ্লিষ্ট কয়েকজন মো. শাহজাহানের ব্যক্তিগত সহকারীকে জানালে তিনি বিষয়টি অবগত হন। পরে এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৭টায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মো. শাহজাহান।

 

মো. শাহজাহান বলেন, এ ঘটনায় কেউ যেন বিভ্রান্ত না হন। প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের টাকা লেনদেন না করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। এ ঘটনায় ইতোমধ্যে থানায় অভিযোগ দিয়েছি।

 

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থীর হোয়াটস অ্যাপ নাম্বার হ্যাকড করে টাকা দাবির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।