ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ : সাবেক ইউপি সদস্য নিহত, আহত অন্তত ২০

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমণ্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও তিনি ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধরমণ্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী ও রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ই তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তো। এরই মাঝে সোমবার ওই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। সেখানে তিনি কেন গেলেন এ নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি জানায়।

এ সময় তাদের সঙ্গে জিতু মিয়ার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাশের জেলা হবিগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ : সাবেক ইউপি সদস্য নিহত, আহত অন্তত ২০

আপডেট সময় ১২:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমণ্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত জিতু মিয়া ওই গ্রামের আলাই মিয়ার ছেলে ও তিনি ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধরমণ্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠী ও রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ই তারা তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তো। এরই মাঝে সোমবার ওই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। সেখানে তিনি কেন গেলেন এ নিয়ে রমজান মিয়া গোষ্ঠীর লোকজন আপত্তি জানায়।

এ সময় তাদের সঙ্গে জিতু মিয়ার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাশের জেলা হবিগঞ্জের সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।’