ইরানে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক অস্থিরতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির পরিপ্রেক্ষিতে এই শোক পালন করা হবে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রেক্ষাপটে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণেই এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানি জনগণ প্রত্যক্ষ করেছে তাদের জনগণ, বসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত নৃশংস সহিংসতা, যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।’
এই সহিংসতাকে নজিরবিহীন আখ্যা দিয়ে সরকার দাবি করেছে, এর পেছনে যুক্তরাষ্ট্র–সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানানো হয়েছে। ইরান সরকার জানিয়েছে, সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং জনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেয়া হবে।



















