নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় তিনি ১৯টি মামলার তথ্য দিয়েছেন। এরমধ্যে সব কয়টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
হলফনামায় কায়সার কামাল আইন পেশার তথ্য দিয়েছেন। তিনি বছরে আইন পেশা থেকে ৫ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা আয়ের তথ্য দিয়েছেন। এছাড়া তিনি শেয়ার থেকে ৭ লাখ ৬১ হাজার ৭৬৭ টাকা আয় দেখিয়েছেন। অপরদিকে নগদ অর্থ দেখিয়েছেন ১ লাখ ৫৫ হাজার টাকা এবং স্ত্রীর হাতে নগদ অর্থ রয়েছে ২০ হাজার টাকা।
কায়সার কামাল হলফনামায় বলেছেন, তাঁর ব্যাংকে জমা ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৩৪৪ টাকা ও স্ত্রীর ৪৫ লাখ ৮৬৯ টাকা এবং মেয়ের ৬৩ হাজার ৩৯০ টাকা রয়েছে। কায়সার কামাল এফডিআরে ৫ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৮৯ টাকা এবং স্ত্রীর ১৫ লাখ টাকা রয়েছে। এছাড়া তার কন্যার নামে রয়েছে ২ কোটি ৪৮ লাখ টাকা।
হলফনামায় আরও বলা হয়েছে, কায়সার কামালের স্ত্রীর আরেকটি ব্যাংকে ৬ লাখ টাকা এবং কায়সার কামালের ১৬ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট গাড়ি ও পুরাতন জিপ গাড়ি দেখিয়েছেন। যার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে কায়সার কামাল হলফনামায় সোনা ৩০ ভরি ও স্ত্রীর ৫০ ভরি দেখিয়েছেন। তাঁর ৫৮ লাখ ৫০ হাজার টাকার একটি ফ্ল্যাট, ৪৫ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা আরেকটি ফ্ল্যাট দেখিয়েছেন।
কায়সার কামাল ২০২৫-২০২৬ সালে আয়কর রিটার্নে আয় দেখিয়েছেন ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫১৭ টাকা, আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৭ কোটি ৭৮ লাখ ৬২ হাজার ৭১৭ টাকা।




















