ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫১৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই আমাদের সিদ্ধান্ত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষের দল। আমরাই সবার আগে সংস্কার চেয়েছি।

নজরুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের অত্যাচারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন। এখন তাদের প্রার্থিতা বাতিল করলে অন্যায় হবে। পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছে। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি।’

 

বিএনপি এই নেতা বলেন, ‘বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো পোস্টাল ব্যালট পেপার হ্যান্ডেল করছে। যেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, বিষয়টি তাদের নজেরে এসেছে। বাইরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে অধিকতর তদন্তের পর প্রতিবেদন দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।’

জনপ্রিয় সংবাদ

হ্যাঁ ভোটে বিজয় এলে সাংবাদিকদের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না: মুহাম্মদ আব্দুল্লাহ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

আপডেট সময় ১২:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই আমাদের সিদ্ধান্ত।মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি সংস্কারের পক্ষের দল। আমরাই সবার আগে সংস্কার চেয়েছি।

নজরুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের অত্যাচারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন। এখন তাদের প্রার্থিতা বাতিল করলে অন্যায় হবে। পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছে। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি।’

 

বিএনপি এই নেতা বলেন, ‘বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো পোস্টাল ব্যালট পেপার হ্যান্ডেল করছে। যেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, বিষয়টি তাদের নজেরে এসেছে। বাইরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে অধিকতর তদন্তের পর প্রতিবেদন দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।’