ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চীনা বিনিয়োগ আহ্বান অধ্যাপক ইউনূসের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশকে একটি আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করতে আপনারা এখানে বিনিয়োগ করুন। আমাদের দেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্যপ্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ কর্মশক্তি কাজে যোগ দিতে প্রস্তুত। তাদের দক্ষভাবে কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সম্মেলনটি বাংলাদেশ ও চীন সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা এবং বাজার পরিস্থিতি তুলে ধরা।

সম্মেলনে চীনের প্রায় ১০০ কোম্পানির ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ উভয় দেশের সরকারি ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসে এনসিপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চীনা বিনিয়োগ আহ্বান অধ্যাপক ইউনূসের

আপডেট সময় ০৫:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বাংলাদেশকে একটি আঞ্চলিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করতে আপনারা এখানে বিনিয়োগ করুন। আমাদের দেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্যপ্রযুক্তি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ কর্মশক্তি কাজে যোগ দিতে প্রস্তুত। তাদের দক্ষভাবে কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সম্মেলনটি বাংলাদেশ ও চীন সরকারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা এবং বাজার পরিস্থিতি তুলে ধরা।

সম্মেলনে চীনের প্রায় ১০০ কোম্পানির ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ উভয় দেশের সরকারি ও বেসরকারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।