ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী আয়ে নতুন রেকর্ড: ১১ মাসেই এসেছে ২৭৫০ কোটি ডলার, আগের সব মাইলফলক ছাড়িয়েছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ইতিহাস গড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, এই সময়ে দেশে পাঠানো প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার, অর্থাৎ ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার

গত বছরের একই সময়ে এই আয় ছিল ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছর প্রবাসী আয় বেড়েছে ২৮ দশমিক ৭০ শতাংশ

এই আয় এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক অর্থবছরের ১১ মাসে সর্বোচ্চ। এর আগে ২০২০-২১ অর্থবছরে কোভিড-১৯ মহামারির সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। তবে চলতি বছরের ১১ মাসেই সেই রেকর্ড ভেঙে গেছে।

২০২৩-২৪ অর্থবছরের পুরো বছরে প্রবাসী আয় ছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার, যেটিও এবারের তুলনায় অনেক কম।

একক মাস বিবেচনায় চলতি বছরের মে মাসেও রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। মে মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ৭ লাখ ডলার প্রবাসী আয়, যা আগের বছরের মে মাসের (২২৫ কোটি ৫০ লাখ ডলার) তুলনায় ৩১ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, চলতি অর্থবছরের মার্চ মাসে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার

জনপ্রিয় সংবাদ

শহিদুল আলমকে ইস্তাম্বুলে স্বাগতম জানালেন কনসাল জেনারেল

প্রবাসী আয়ে নতুন রেকর্ড: ১১ মাসেই এসেছে ২৭৫০ কোটি ডলার, আগের সব মাইলফলক ছাড়িয়েছে

আপডেট সময় ০৫:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ইতিহাস গড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, এই সময়ে দেশে পাঠানো প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার, অর্থাৎ ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার

গত বছরের একই সময়ে এই আয় ছিল ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছর প্রবাসী আয় বেড়েছে ২৮ দশমিক ৭০ শতাংশ

এই আয় এখন পর্যন্ত দেশের ইতিহাসে এক অর্থবছরের ১১ মাসে সর্বোচ্চ। এর আগে ২০২০-২১ অর্থবছরে কোভিড-১৯ মহামারির সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। তবে চলতি বছরের ১১ মাসেই সেই রেকর্ড ভেঙে গেছে।

২০২৩-২৪ অর্থবছরের পুরো বছরে প্রবাসী আয় ছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার, যেটিও এবারের তুলনায় অনেক কম।

একক মাস বিবেচনায় চলতি বছরের মে মাসেও রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। মে মাসে দেশে এসেছে ২৭৫ কোটি ৭ লাখ ডলার প্রবাসী আয়, যা আগের বছরের মে মাসের (২২৫ কোটি ৫০ লাখ ডলার) তুলনায় ৩১ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, চলতি অর্থবছরের মার্চ মাসে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার