এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। কালকের মধ্যে বিসিবি পরিচালক পদ থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণাও দিয়েছে কোয়াব। বুধবার (১৪ জানুয়ারি) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
দেশের ক্রিকেট পাড়ায় চলছে সমালোচনার ঝড়। নাজমুল ইসলাম যদি তার পদ থেকে পদত্যাগ না করেন, তাহলে কাল থেকে সব ধরনের ক্রিকেট বর্জন করার ঘোষণা দিয়েছে কোয়াব। আর তাতেই অনিশ্চিত মুখে পড়েছে বিপিএল!
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর আজ ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন এই পরিচালক।
তার সাম্প্রতিক বক্তব্যের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এসব বক্তব্যের দায় বোর্ড নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করে, সে ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে বিসিবি।



















