ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারী ও যুবককে লাথি: বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরী গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে এক নারী ও এক যুবককে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াত সংশ্লিষ্টতা ও আগের রেকর্ড

গ্রেপ্তারকৃত আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, জামালখানে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ আদালতে পাঠানো হয়েছে।

হামলার পটভূমি

গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে কর্মসূচি পালন করছিল গণতান্ত্রিক ছাত্রজোট। ওই সময় ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে একটি গোষ্ঠী সেখানে মিছিল নিয়ে আসে এবং উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ‘শাহবাগবিরোধী ঐক্য’র পক্ষ থেকে ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, এতে অন্তত ১২ জন আহত হন।

ভিডিও ফুটেজ ও বহিষ্কার

ঘটনার একটি ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, প্রেস ক্লাবের পাশের একটি ভবনের নিচে আশ্রয় নেওয়া ছাত্রজোট নেতাকর্মীদের পেছনে এসে আকাশ চৌধুরী হঠাৎ এক যুবককে এবং পরে এক নারীকে লাথি মারেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক জনরোষ তৈরি হয়।

এই ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীর ওপর সহিংস আচরণের দায়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারী ও যুবককে লাথি: বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে এক নারী ও এক যুবককে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াত সংশ্লিষ্টতা ও আগের রেকর্ড

গ্রেপ্তারকৃত আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, জামালখানে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ আদালতে পাঠানো হয়েছে।

হামলার পটভূমি

গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে কর্মসূচি পালন করছিল গণতান্ত্রিক ছাত্রজোট। ওই সময় ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে একটি গোষ্ঠী সেখানে মিছিল নিয়ে আসে এবং উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ‘শাহবাগবিরোধী ঐক্য’র পক্ষ থেকে ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, এতে অন্তত ১২ জন আহত হন।

ভিডিও ফুটেজ ও বহিষ্কার

ঘটনার একটি ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, প্রেস ক্লাবের পাশের একটি ভবনের নিচে আশ্রয় নেওয়া ছাত্রজোট নেতাকর্মীদের পেছনে এসে আকাশ চৌধুরী হঠাৎ এক যুবককে এবং পরে এক নারীকে লাথি মারেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক জনরোষ তৈরি হয়।

এই ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীর ওপর সহিংস আচরণের দায়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।