ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন হবে এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, এই নির্বাচনকে ঘিরে বিদেশি বন্ধুরাও অত্যন্ত আগ্রহী এবং তারা আত্মবিশ্বাসী যে বর্তমান সরকারের অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তারা সরকারকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সে সময় জনগণের পরিবর্তে পুলিশ ভোট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে আন্তর্জাতিক কোনো চাপ নেই উল্লেখ করে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজত্ব কায়েম করেছিল, তা সারা বিশ্বের মানুষ জানে। ফলে তাদের পক্ষে এসে কেউ চাপ সৃষ্টি করছে না। বরং দলটি অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই সুযোগও নষ্ট করেছে।”

 

নির্বাচন বানচালের অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, কোনো অপশক্তিরই নির্বাচন নস্যাৎ করার সক্ষমতা নেই। “আওয়ামী লীগ কী করতে পারে, তা সবারই জানা। তারা কেবল জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় পারদর্শী। এর বাইরে তাদের আর কিছু করার নেই,” বলেন তিনি।

 

তিনি আরও দাবি করেন, বর্তমানে আওয়ামী লীগের মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি নেই। যারা ডলার নিয়ে বিদেশে পালিয়েছেন, তারা জানেন তাদের নেত্রী আর দেশে ফিরবেন না। এজন্য তারা সেই অর্থ অন্য খাতে ব্যয় করছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

নির্বাচন হবে, কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

আপডেট সময় ০৯:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মোহাম্মদ শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচন হবে এ যাবৎকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, এই নির্বাচনকে ঘিরে বিদেশি বন্ধুরাও অত্যন্ত আগ্রহী এবং তারা আত্মবিশ্বাসী যে বর্তমান সরকারের অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তারা সরকারকে সব ধরনের সহযোগিতা দিচ্ছেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সে সময় জনগণের পরিবর্তে পুলিশ ভোট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে আন্তর্জাতিক কোনো চাপ নেই উল্লেখ করে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজত্ব কায়েম করেছিল, তা সারা বিশ্বের মানুষ জানে। ফলে তাদের পক্ষে এসে কেউ চাপ সৃষ্টি করছে না। বরং দলটি অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই সুযোগও নষ্ট করেছে।”

 

নির্বাচন বানচালের অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, কোনো অপশক্তিরই নির্বাচন নস্যাৎ করার সক্ষমতা নেই। “আওয়ামী লীগ কী করতে পারে, তা সবারই জানা। তারা কেবল জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় পারদর্শী। এর বাইরে তাদের আর কিছু করার নেই,” বলেন তিনি।

 

তিনি আরও দাবি করেন, বর্তমানে আওয়ামী লীগের মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি নেই। যারা ডলার নিয়ে বিদেশে পালিয়েছেন, তারা জানেন তাদের নেত্রী আর দেশে ফিরবেন না। এজন্য তারা সেই অর্থ অন্য খাতে ব্যয় করছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহ-সভাপতি মফিজুর রহমান লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।