ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে সারা দেশে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়‌ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনার বয়স হয়েছে। আপনি বেশিদিন এমনিতেও বাঁচবেন না। বাংলার এই আগামীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল।

তিনি বলেন, আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ উসমান হাদিকে আমরা ধারণ করি। আপনি শহীদ উসমান হাদিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না সেইটা হতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ উসমান হাদি হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে, কারা সহায়তা করেছে।

তিনি আরও বলেন, খুনিরা শুধু শহীদ উসমানকে গুলি করে নাই। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে।বাংলাদেশের পতাকায় গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষ আজাদ থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

চিরকুটে ‘জয় বাংলা’ লিখে গাংনীতে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

আপডেট সময় ১০:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচারের দাবিতে সারা দেশে বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়‌ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনার বয়স হয়েছে। আপনি বেশিদিন এমনিতেও বাঁচবেন না। বাংলার এই আগামীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল।

তিনি বলেন, আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ উসমান হাদিকে আমরা ধারণ করি। আপনি শহীদ উসমান হাদিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না সেইটা হতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ উসমান হাদি হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে, কারা সহায়তা করেছে।

তিনি আরও বলেন, খুনিরা শুধু শহীদ উসমানকে গুলি করে নাই। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে।বাংলাদেশের পতাকায় গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষ আজাদ থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে।