ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

প্রায় দুই দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

 

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের অবহিত করা হয়।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, দলের শীর্ষ নেতারা বরিশাল সফরের বিষয়ে নেতাদের জানিয়েছে। প্রস্তুতির জন্য আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভার কথা রয়েছে। বরিশাল ক্লাবে বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় বিভাগের ধানের শীষ প্রার্থীরা ছাড়াও অন্যান্য সংগঠন নেতারা অংশ নেবেন।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ জানান, তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশালজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানানোর প্রস্তুতি এখন তুঙ্গে।

 

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান।

জনপ্রিয় সংবাদ

চিরকুটে ‘জয় বাংলা’ লিখে গাংনীতে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ১০:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

প্রায় দুই দশক পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

 

দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিষয়টি বরিশাল বিভাগের নেতাদের অবহিত করা হয়।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন, দলের শীর্ষ নেতারা বরিশাল সফরের বিষয়ে নেতাদের জানিয়েছে। প্রস্তুতির জন্য আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভার কথা রয়েছে। বরিশাল ক্লাবে বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় বিভাগের ধানের শীষ প্রার্থীরা ছাড়াও অন্যান্য সংগঠন নেতারা অংশ নেবেন।

বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ জানান, তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশালজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানানোর প্রস্তুতি এখন তুঙ্গে।

 

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় যোগ দিয়েছিলেন তারেক রহমান।