ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগের দিন, ২৩ নভেম্বর, তিনি নিজেই জানতে চেয়েছিলেন ,কেন আমার মনোনয়ন দেওয়া হয়নি।

 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা আরও বলেন, যাকে আমি মা বলে ডাকি, সেই খালেদা জিয়ার মৃত্যুর পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আমার জন্য গভীর কষ্টের বিষয়।

তিনি অভিযোগ করে বলেন, এখনো দলীয় পর্যায় থেকে তাকে নিয়মিত ফোন করা হচ্ছে। সকাল-বিকেল ফোন করে বলা হয় ,আসুন, মন্ত্রীত্ব দেবো, আসনটি ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো পদ বা প্রলোভনের বিনিময়ে আমার এলাকার মানুষকে ছেড়ে যেতে পারি না,বলেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি হাঁস উপহার দেন। এ সময় রুমিন ফারহানা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। তার ভাষায়, এই হাঁস আমার জন্য প্রতীক গ্রাম, সাধারণ মানুষ আর তাদের সরল বিশ্বাসের।

 

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার বা চাপ কোনো কিছুই তাকে দমাতে পারেনি বলে জানান তিনি। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ক্ষমতা নয়, মানুষই আমার রাজনীতি।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানই হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী: এ.এম.এম বাহাউদ্দীন

মন্ত্রীত্ব নয়, মানুষের ভালোবাসাই আমার শক্তি: রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে তার পথচলার পেছনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তার ভালোবাসা, আশ্রয় ও সহযোগিতায় আমি আজ এখানে। হাসপাতালে যাওয়ার আগের দিন, ২৩ নভেম্বর, তিনি নিজেই জানতে চেয়েছিলেন ,কেন আমার মনোনয়ন দেওয়া হয়নি।

 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা আরও বলেন, যাকে আমি মা বলে ডাকি, সেই খালেদা জিয়ার মৃত্যুর পরই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আমার জন্য গভীর কষ্টের বিষয়।

তিনি অভিযোগ করে বলেন, এখনো দলীয় পর্যায় থেকে তাকে নিয়মিত ফোন করা হচ্ছে। সকাল-বিকেল ফোন করে বলা হয় ,আসুন, মন্ত্রীত্ব দেবো, আসনটি ছেড়ে দিন। কিন্তু আমার জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো পদ বা প্রলোভনের বিনিময়ে আমার এলাকার মানুষকে ছেড়ে যেতে পারি না,বলেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয়রা ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে একটি হাঁস উপহার দেন। এ সময় রুমিন ফারহানা ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে তিনি হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান। তার ভাষায়, এই হাঁস আমার জন্য প্রতীক গ্রাম, সাধারণ মানুষ আর তাদের সরল বিশ্বাসের।

 

উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে জোটপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার বা চাপ কোনো কিছুই তাকে দমাতে পারেনি বলে জানান তিনি। স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ক্ষমতা নয়, মানুষই আমার রাজনীতি।