পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের অন্যতম শরীক জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। আজ সোমবার পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।
এদিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান রাশেদ প্রধান। ওই পোস্টে তিনি বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে হাসিমুখে পঞ্চগড়ের ২টি আসনে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।
ফেসবুক পোস্টে পঞ্চগড়-১ আসনে জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম ও পঞ্চগড়-২ আসনে জোটের অপর প্রার্থী জামায়াত নেতা সুফিকে সমর্থন দিয়েছেন তিনি। একইসঙ্গে তাদের বিজয়ী করতে ও গণভোটে ‘হ্যা’ সমর্থন দিতে নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের আহ্বান জানিয়েছেন রাশেদ প্রধান।




















