ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর আর কোথাও নেই: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে। তাদের সংস্কৃতির ওপরে আছে, তাদের রাজা-বাদশার কাহিনির ওপরে আছে, তাদের ইতিহাসের আছে। আমাদের মতো জাদুঘর আর কোথাও নাই। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর আর কোথাও নেই। আশা করি, আর হবেও না।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন দেখে তিনি এসব কথা বলেন।

 

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

 

গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা তুলি ও গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, জুলাই অভ‍্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘জীবন্ত একটা জিনিস এই জাদুঘর, যারা এই জাদুঘরের উপজীব্য তারা এখানে আছেন। তাদের কবর এখনো টাটকা, আমরা যে তাদেরকে এক জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির সৌভাগ্য। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতে জাদুঘর তৈরি হয়ে গেছে, তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি, এগুলো এখন জীবন্ত। কাহিনিগুলো জীবন্ত।’’

জনপ্রিয় সংবাদ

ফলাফল না নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করবেন না: রুমিন ফারহানা

এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর আর কোথাও নেই: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৯:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে। তাদের সংস্কৃতির ওপরে আছে, তাদের রাজা-বাদশার কাহিনির ওপরে আছে, তাদের ইতিহাসের আছে। আমাদের মতো জাদুঘর আর কোথাও নাই। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর আর কোথাও নেই। আশা করি, আর হবেও না।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন দেখে তিনি এসব কথা বলেন।

 

এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

 

গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা তুলি ও গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, জুলাই অভ‍্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘জীবন্ত একটা জিনিস এই জাদুঘর, যারা এই জাদুঘরের উপজীব্য তারা এখানে আছেন। তাদের কবর এখনো টাটকা, আমরা যে তাদেরকে এক জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির সৌভাগ্য। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। রক্ত না শুকাতে জাদুঘর তৈরি হয়ে গেছে, তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি, এগুলো এখন জীবন্ত। কাহিনিগুলো জীবন্ত।’’