ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়।

 

সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সাধারন ডায়েরিটি করেন তার শ্যালক আবু বক্কর।

 

এ তথ্য নিশ্চিত করে আজ মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন কয়েকটি লিংক যুক্ত করে তার শ্যালক আবু বক্কর একটি জিডি করেছেন। জিডির বিষয়টি অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত করা হবে।

সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কথা বলেন আমির হামজা। এনিয়ে সমালোচনার মুখে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে আমির হামজা দাবি করেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের।

এ ঘটনায় কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও আদালতে মামলা করেন বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মিরা। এদিকে, রোববার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে আমির হামজা দাবি করেন, হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাকে।

অপরদিকে, দলীয় প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির সদর উপজেলা শাখার নেতাকর্মীরা। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম।

জনপ্রিয় সংবাদ

ফলাফল না নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করবেন না: রুমিন ফারহানা

জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

আপডেট সময় ১০:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়।

 

সোমবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সাধারন ডায়েরিটি করেন তার শ্যালক আবু বক্কর।

 

এ তথ্য নিশ্চিত করে আজ মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন কয়েকটি লিংক যুক্ত করে তার শ্যালক আবু বক্কর একটি জিডি করেছেন। জিডির বিষয়টি অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত করা হবে।

সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কথা বলেন আমির হামজা। এনিয়ে সমালোচনার মুখে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন। একই সাথে আমির হামজা দাবি করেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের।

এ ঘটনায় কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও আদালতে মামলা করেন বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মিরা। এদিকে, রোববার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে আমির হামজা দাবি করেন, হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাকে।

অপরদিকে, দলীয় প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির সদর উপজেলা শাখার নেতাকর্মীরা। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম।