ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল’ গুজব: রিউমর স্ক্যানার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং তার বাবা পুলিশকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিষয়টি গুজব বলে দাবি করেছেন আসিফ মাহমুদ নিজেই এবং ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ও তার দাবিকে সমর্থন করেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হচ্ছে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। যাচাই না করেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা ছড়িয়ে দিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, এই গুজবের জেরে নগর ভবন অবরোধকারী নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে ‘চালচোর’, ‘গমচোর’ বলে স্লোগান দিচ্ছে।

অনলাইন তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, আসিফ মাহমুদের বাড়িতে চাল উদ্ধারের কোনো সত্যতা নেই। ভিডিওটি আসলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনা। ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে চাঁদপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. জামাল হোসেনের ফেসবুক আইডিতে ভিডিওটির মূল উৎস শনাক্ত করা হয়, যা তিনি গত ২ জুন পোস্ট করেন।

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত তারেক রহমানের বাসভবন ও অফিস

‘আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল’ গুজব: রিউমর স্ক্যানার

আপডেট সময় ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে এবং তার বাবা পুলিশকে ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিষয়টি গুজব বলে দাবি করেছেন আসিফ মাহমুদ নিজেই এবং ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’ও তার দাবিকে সমর্থন করেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হচ্ছে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। যাচাই না করেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা ছড়িয়ে দিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, এই গুজবের জেরে নগর ভবন অবরোধকারী নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে ‘চালচোর’, ‘গমচোর’ বলে স্লোগান দিচ্ছে।

অনলাইন তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, আসিফ মাহমুদের বাড়িতে চাল উদ্ধারের কোনো সত্যতা নেই। ভিডিওটি আসলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে চাল উদ্ধারের ঘটনা। ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে চাঁদপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. জামাল হোসেনের ফেসবুক আইডিতে ভিডিওটির মূল উৎস শনাক্ত করা হয়, যা তিনি গত ২ জুন পোস্ট করেন।