এবাড় ঈদযাত্রা দেখতে বুধবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় রামিন নামের এক পথশিশু তাকে সালাম দিলে তিনি গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে যান। এ সময় ওই পথশিশু স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তখন ওই পথশিশুর হাত ধরে মাথায় হাত বুলিয়ে দেন। এতে রাবিন খুশি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দোয়া চায়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই পথশিশুর মাথায় হাত দিয়ে বলেন, ‘তোমার জন্য দোয়া করি, ভালো থেকো।’
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা ওই পথশিশুকে টাকা দিতে চাইলে ‘ট্যাকা লাগত না’ বলে রামিন দূরে সরে যায়। পরে উপদেষ্টা ফের তার কাছে ছুটে গিয়ে বলেন, ‘আমার জন্য দোয়া করো।’
পরে সাংবাদিকরা টাকা না নেওয়ার কারণ জানতে চাইলে ওই পথশিশু বলে, ‘ওনাকে খুবই ভালো লাগছে। খুবই ভালো। ট্যাকা নিলে মানুষে মন্দ বলবে।’
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 















