ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, ঘাতক ট্রাক আটক, মহাসড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন স্বামী আনোয়ার হোসেন (৩০) ও স্ত্রী শারমিন আক্তার (২২)। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে।

নিহত আনোয়ার হোসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি এবং তার স্ত্রী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোবিন্দগঞ্জের চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কের পাশে থাকা রাবারের রোড ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে দম্পতি ছিটকে পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় ফাঁসিতলা থেকে চাঁপড়ীগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় থাকা রাবারের ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন এবং আশ্বাস দেন যে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিলেটের জেলা প্রশাসককে আদালতের শোকজ

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, ঘাতক ট্রাক আটক, মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১০:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন স্বামী আনোয়ার হোসেন (৩০) ও স্ত্রী শারমিন আক্তার (২২)। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে।

নিহত আনোয়ার হোসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি এবং তার স্ত্রী ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোবিন্দগঞ্জের চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কের পাশে থাকা রাবারের রোড ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে দম্পতি ছিটকে পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় ফাঁসিতলা থেকে চাঁপড়ীগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় থাকা রাবারের ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করেন এবং আশ্বাস দেন যে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।