ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০, আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পন্নী কাজী এবং পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাশেদ ছৈয়াল—এই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বুধবার প্রথম দফায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বের ঘটনার প্রতিশোধ নিতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রদলের নেতা পন্নী কাজী, এনাম, সোহান, লিখন, মুহিনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাকিম ও কনস্টেবল জাহিদও রয়েছেন।

আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত অবস্থায় পন্নী কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম জানান, “দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

দেশকে আলো এনে দিলেও লামিমের চোখে এখনো অন্ধকার

শরীয়তপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০, আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা

আপডেট সময় ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষটি বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পন্নী কাজী এবং পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাশেদ ছৈয়াল—এই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বুধবার প্রথম দফায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বের ঘটনার প্রতিশোধ নিতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছাত্রদলের নেতা পন্নী কাজী, এনাম, সোহান, লিখন, মুহিনসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ভেদরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাকিম ও কনস্টেবল জাহিদও রয়েছেন।

আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত অবস্থায় পন্নী কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম জানান, “দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।