ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের সময় ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

ঈদ-উল-আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন,

“প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজান বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি।”

রমজানের মধ্যেই ক্যাম্পেইনের শঙ্কা

সালাহউদ্দিন আহমদ বলেন,

“ফেব্রুয়ারিতে রমজান শুরু। রমজানের মধ্যে নির্বাচনী প্রচারাভিযান চালানোটা একটি অযৌক্তিক ও বাস্তববিরুদ্ধ ধারণা।”

তিনি আরও জানান, বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক চলছে এবং খুব শিগগিরই দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।

বাজেট ও মানবিক করিডোর প্রসঙ্গে মত

নির্বাচনের আগেই আসন্ন বাজেট প্রণয়ন নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা বলেন,

“একটি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে বাজেট প্রণয়ন করতে পারে না।”

তবে মানবিক করিডোর ইস্যুতে সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন,

“এই স্পষ্ট অবস্থান একটি মানবিক ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

সারসংক্ষেপ

  • এপ্রিলের নির্বাচনের ঘোষণা প্রত্যাশা অনুযায়ী নয় বলছে বিএনপি
  • ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির কথা আবারও তুলে ধরেন সালাহউদ্দিন
  • রমজানে ক্যাম্পেইন অযৌক্তিক বলেও উল্লেখ
  • বাজেট প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন
  • মানবিক করিডোরে সরকারের অবস্থানকে ইতিবাচক মূল্যায়ন

বিএনপির পক্ষ থেকে বিস্তারিত অবস্থান ও পরবর্তী কর্মপন্থা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

নির্বাচনের সময় ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ১১:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

ঈদ-উল-আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন,

“প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজান বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি।”

রমজানের মধ্যেই ক্যাম্পেইনের শঙ্কা

সালাহউদ্দিন আহমদ বলেন,

“ফেব্রুয়ারিতে রমজান শুরু। রমজানের মধ্যে নির্বাচনী প্রচারাভিযান চালানোটা একটি অযৌক্তিক ও বাস্তববিরুদ্ধ ধারণা।”

তিনি আরও জানান, বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক চলছে এবং খুব শিগগিরই দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।

বাজেট ও মানবিক করিডোর প্রসঙ্গে মত

নির্বাচনের আগেই আসন্ন বাজেট প্রণয়ন নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতা বলেন,

“একটি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে বাজেট প্রণয়ন করতে পারে না।”

তবে মানবিক করিডোর ইস্যুতে সরকারের অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন,

“এই স্পষ্ট অবস্থান একটি মানবিক ও বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

সারসংক্ষেপ

  • এপ্রিলের নির্বাচনের ঘোষণা প্রত্যাশা অনুযায়ী নয় বলছে বিএনপি
  • ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির কথা আবারও তুলে ধরেন সালাহউদ্দিন
  • রমজানে ক্যাম্পেইন অযৌক্তিক বলেও উল্লেখ
  • বাজেট প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন
  • মানবিক করিডোরে সরকারের অবস্থানকে ইতিবাচক মূল্যায়ন

বিএনপির পক্ষ থেকে বিস্তারিত অবস্থান ও পরবর্তী কর্মপন্থা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।