ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কলেজে ছাত্রশিবিরের প্রীতিভোজে সৌহার্দ্যের মিলনমেলা

ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা কলেজে আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। শনিবার (৭ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ প্রীতিভোজ অনুষ্ঠানে উৎসবের আমেজে একত্রিত হন শিক্ষার্থী ও কর্মীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, “ঈদ মানে কেবল উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বাস্তব অনুশীলন। ছাত্রদের মধ্যে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে শিবিরের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, “ঈদের এই আনন্দের সময়টিতে এমন প্রীতিভোজ আয়োজন ছাত্র-শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্ক আরও গভীর করে।”

প্রীতিভোজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজনে সবাই একত্রিত হয়ে যে আনন্দ ও আন্তরিকতার অভিজ্ঞতা হয়, তা খুবই স্মরণীয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে দেশের শান্তি, শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিকাশ কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে অব্যাহতি, কারণ দায়িত্বে অবহেলা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের প্রীতিভোজে সৌহার্দ্যের মিলনমেলা

আপডেট সময় ১০:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা কলেজে আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। শনিবার (৭ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ প্রীতিভোজ অনুষ্ঠানে উৎসবের আমেজে একত্রিত হন শিক্ষার্থী ও কর্মীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, “ঈদ মানে কেবল উৎসব নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বাস্তব অনুশীলন। ছাত্রদের মধ্যে এই মূল্যবোধ ছড়িয়ে দিতে শিবিরের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, “ঈদের এই আনন্দের সময়টিতে এমন প্রীতিভোজ আয়োজন ছাত্র-শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্ক আরও গভীর করে।”

প্রীতিভোজে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজনে সবাই একত্রিত হয়ে যে আনন্দ ও আন্তরিকতার অভিজ্ঞতা হয়, তা খুবই স্মরণীয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে দেশের শান্তি, শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিকাশ কামনা করা হয়।